তিনটি কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। আর এবারের বিশ্বকাপে ১০টি দল অংশ গ্রহন করছে যার মধ্যে আছে বাংলাদেশও।

এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। এই সিরিজেই বাংলাদেশের কিছু ছোট ছোট পরীক্ষা করে ফেলতে হবে।

বিশ্বকাপের এবারের আসরে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে টাইগারদের। সেই তিনটি চ্যালেঞ্জ হল..

১. কে হবে তামিমের ওপেনিং সঙ্গী? সৌম্য নাকি লিটন দাস তা নির্ধারণ করতে হবে।

২. প্রতিপক্ষের বড় রান তাড়া করতে হলে শক্তিশালী ব্যাটিং লাইন আপ প্রয়োজন। যেহেতু এবার বিশ্বকাপে বড় রানের ম্যাচ হবে তাই বাংলাদেশের মিডলঅর্ডার শক্তিশালী করতে হবে।

৩. বাংলাদেশের বোলারদের ধারাবাহিকতার অভাব বেশ স্পষ্ট। এবারের বিশ্বকাপে এই অধারাবাহিকতা বেশ ভোগাতে পারে টাইগারদের।