তিনটি দলকে ভয় মাশরাফির

আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। আর এই আসরে সবগুলো দলই ম্যাচ খেলবে ৯টি করে।

বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলই মুখোমুখি হবে একে অপরের। সেখান থেকেই সেরা চার দল যাবে সরাসরি সেমিতে।

এই বিশ্বকাপে বাংলাদেশও তাই নয়টি ম্যাচ পাচ্ছে। তবে এই ৯টি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছে মাশরাফি মর্তুজা। তার ভাবনায় প্রথম এই তিনটি ম্যাচই।

এই তিনটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ তিনটি নিয়ে মাশরাফি বলেন,

“বিশ্বকাপে শুরুতেই আমাদের দারুণ কিছু করা কঠিন। কেননা আমরা শুরুতেই কঠিন তিনটি দলের মুখোমুখি হতে যাচ্ছি। প্রথম তিনটি ম্যাচ জেতাটাই সবচেয়ে কঠিন।”

“শেষ পাঁচ বছরে আমাদের ম্যাচ থাকলেই ভক্তরা স্টেডিয়ামে আসছে অনেক। আমাদের জয় ছাড়া তারা অন্য কিছু ভাবতেই পারছেনা। তবে মনে রাখতে হবে বিশ্বকাপ একেবারেই অন্যরকম একটি টুর্নামেন্ট। এখানে প্রচুর রান হয়। তাই ইংল্যান্ডে বিশ্বকাপে অন্যরকম মানসিকতা নিয়েই নামতে হবে।”