তিনটি রেকর্ডের সামনে গেইল

বিশ্বকাপ মিশনে আজকে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের সামনে রয়েছে তিনটি রেকর্ডের হাতছানি।

এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গেইল যদি আর মাত্র ৮ রান করতে পারেন তাহলেই তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবে।

গেইলের তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত রান হয়েছে ১৮ হাজার ৯৯২। টেস্টে তার রান ৭২১৪, ওয়ানডেতে ১০১৫১ এবং টুয়েন্টিতে রান ১৬২৭।

এদিকে এই ম্যাচে যদি গেইল ৫৬ রান করতে পারেন তাহলে তৃতীয় ক্যারিবিয়ান তারকা হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

এদিকে এই ম্যাচে আরেকটি রেকর্ডের সামনে রয়েছে গেইল। আর মাত্র একটি ছক্কা মারলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারা খেলোয়াড় হবেন তিনি। এখনো তালিকায় তিনিই আছেন সবার উপরে। তবে যৌথ ভাবে। তার সাথে আছে ভিলিয়ার্স।