তিন বিশ্বকাপে স্কোয়াডে থেকেও খেলা হয়নি একটি ম্যাচও

বিশ্বকাপ ক্রিকেট খেলা যেকোন খেলোয়াড়ের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরনের খুব কাছে এসেও যদি খেলা না হয় তাহলে কেমন লাগবে? আর সেই স্বপ্ন পূরনের পথে যদি তিনবার কাছে গিয়েও হেরে যাওয়া হয় তাহলে তো দু:খটা একটু বেশিই। আর এটাই হয়েছে পাকিস্তানের পেসার জুনায়েদ খানের।

টানা তিনটি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে সুযোগ পেয়েও যে বিশ্বকাপে খেলার সৌভাগ্য হচ্ছে না তার।

২০১১ বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে ছিলেন জুনায়েদ খান। ৮টি ম্যাচ খেলেছিল সেবার পাকিস্তান। একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

২০১৫ সালে বিশ্বকাপেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহুর্তে ইনজুরিতে পরায় বিশ্বকাপে খেলার স্বপ্নপূরণ হয়নি জুনায়েদের।

এবার ২০১৯ সাল। আরেকবার জাতীয় দলের স্কোয়াডে থেকেও শেষ মুহুর্তে বাদ পড়তে হয়েছে তাকে।