তুই তো আমাদের কেদার যাদব: মাশরাফি

বাংলাদেশের অফ স্পিনার মাহমুদউল্লাহ রিয়াদ। কাঁধের চোটের কারণে দীর্ঘদিন ধরেই বোলিং করতে পারছেন না এই তারকা। কিছুদিন আগে অনুশীলনে তিন ওভার বোলিং করেছিলেন রিয়াদ। চেয়েছিলেন আরও বাড়াতে। কিন্তু ফিজিও দেননি।

তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে বোলিংয়ের জন্য প্রস্তুত রিয়াদ। তিনি বলেন, হাই আর্মে বল করতে গেলে একটু ব্যথা লাগে। মিরাজেরও এমন হয়েছিল। ও বলল বোলিং করতে করতেই ঠিক হয়ে গেছে। আমারটাও হয়ত এমন হবে। অবশ্য হাই আর্ম করতে অসুবিধা হলেও সাইড আর্ম থেকে অনায়াসে বল করতে পারছি। এভাবে পুরো ১০ ওভার করতেও অসুবিধা হবে বলে মনে হয় না, ইনশাআল্লাহ।

এমন সময় মাশরাফি পাশ থেকে বলে উঠেন, তুই আমাদের কেদার যাদব!

কেদার যাদব মুলত ব্যাটসম্যান। কিন্তু বোলিংটাও কার্যকর তার। সাইড আর্ম অ্যাকশনে অফস্পিন করে ৫৯ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন তিনি। ওভারপিছু রানটাও মাহমুদের মতো কার্যকর, ৫.১৫।