ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

নিজেদের মাটিতে উইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আর আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দলগুলো। আগামীকাল ৫ মে আয়ারল্যান্ড-উইন্ডিজের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ত্রিদেশীয় সিরিজের এবং আগামী ১৭ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে এই সিরিজের।

এদিকে আজ শনিবার (৪ মে) তিন দেশের অধিনায়ককে নিয়ে উন্মোচন করা হয়েছে এই সিরিজের ট্রফি। আয়ারল্যান্ড, উইন্ডিজ ও বাংলাদেশের অধিনায়ক ট্রফির সাথে ছবি তোলেন। ট্রফিটি দেখতে স্ট্যাম্পের মতো।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইড এবং অদূরবর্তী ক্লনটার্ফে পালাবদল করে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ম্যাচগুলো শুরু হবে। যার মানে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। সবগুলো ম্যাচই দিনে শুরু হবে।

একনজরে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিনঃ

তারিখ ম্যাচ বাংলাদেশ সময় ভেন্যু

৫ মে, ২০১৯ আয়ারল্যান্ড-উইন্ডিজ বিকাল চারটা ক্লোনটার্ফ

৭ মে, ২০১৯ বাংলাদেশ-উইন্ডিজ বিকাল চারটা ক্লোনটার্ফ

৯ মে, ২০১৯ বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকাল চারটা ম্যালাহাইড

১১ মে, ২০১৯ আয়ারল্যান্ড-উইন্ডিজ বিকাল চারটা ম্যালাহাইড

১৩ মে, ২০১৯ বাংলাদেশ-উইন্ডিজ বিকাল চারটা ম্যালাহাইড

১৫ মে, ২০১৯ বাংলাদেশ-আয়ারল্যান্ড বিকাল চারটা ক্লোনটার্ফ

১৭ মে, ২০১৯ ফাইনাল বিকাল চারটা ম্যালাহাইড