দল আমার কাছে ৭০ রানে ৩ উইকেট চায় না: মিরাজ

মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় দলের এখন অটোমেটিক চয়েজ তালিকার একজন। একজন স্পিনার খেলালে তাকেই খেলায় বাংলাদেশ। আর বোলিংয়েও দারুণ কৃপন এই তারকা।

টেস্ট দিয়ে অভিষেক হওয়া মিরাজকে প্রথমে সবাই টেস্টের বোলারই ভেবেছিল। কিন্তু মিরাজ প্রমান করেছেন তিনি ওয়ানডেতেও পারদর্শী। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা বোলারদেরই একজন তিনি।

নিজের ওয়ানডেতে বোলিং নিয়ে মিরাজ বলেন, ওয়ানডেতে আমার ইকোনোমি রেট ভালো। আমি আপাতত ওখানেই জোর দিচ্ছি। মাশরাফি ভাই আমাকে বলেছিলেন, তোর বোলিংয়ের যা ধরণ, বেসিকটা ঠিক রেখে রান কম দিয়ে বোলিং কর। তাহলেই একাদশে জায়গা পাবি।

মিরাজ বলেন, দল আমার কাছে কৃপন বোলিং চায়। আমি যদি রান দিয়ে ফেলি তাহলে তো দল আমাকে নিবেনা। দল আমার কাছে ৭০ রানে ৩ উইকেট চায় না। তাই আমি চেস্টা করি মিতব্যায়ী বোলিং করতে।