দারুণ এক সেঞ্চুরির সামনে তামিম

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ হল তামিম ইকবাল। বলা হয়, তামিম ইকবাল যেদিন ভালো করে সেদিন বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যায়।

সামনেই বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে আরও একবার টাইগার ভক্তরা তাকিয়ে আছে তামিম ইকবালের ব্যাটের দিকে।

এই বিশ্বকাপে দশটি দল অংশ নিবে। আর প্রতিটি দলই একে অন্যের বিপক্ষে মুখোমুখি হবে। এই মুখোমুখি হওয়ার কারণে ইনজুরিতে না পড়লে তামিম ইকবালের ৯টি ম্যাচই খেলার কথা।

এই ৯টি ম্যাচ খেললে অন্যরকম এক সেঞ্চুরি করেই ফেলতে পারেন তামিম ইকবাল। বিশ্বকাপে তামিম ইকবাল ৫৮টি বাউন্ডারি মেরেছেন এখন পর্যন্ত। আর ৪২টি বাউন্ডারি মারতে পারলেই বাউন্ডারির সেঞ্চুরি হয়ে যাবে তামিমের।