দারুণ সুখবর পেলেন গেইল

ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এখন আছেন ভারতে। আইপিএলের দল কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে খেলছেন তিনি। হতে পারে আজকেই তাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে।

তবে এই ম্যাচে নামার আগেই সুখবর পেল ক্রিস গেইল। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। গতকাল ৪ তারিখ এই ঘোষণা দেয় জ্যামাইকা তালাওয়াশ।

২০১৩ এবং ২০১৬ সালে তালাওয়াশের হয়ে দুটি শিরোপা জিতেছিলেন ক্রিস গেইল। দুই ফাইনালেই তারা হারিয়েছিল গায়না অ্যামাজনকে। এরপর দুই মৌসুম আর তাকে দেখা যায়নি দলটিতে। এই সময় তিনি খেলেছেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে।

দুই মৌসুম পর গেইলকে দলে নিয়ে আনন্দিত জ্যামাইকা তালাওয়াশের প্রধান জেফারসন মিলার। তিনি বলেন, আমরা আনন্দিত যে গেইল ২০১৯ মৌসুমে ঘরের দলের হয়েই খেলবে। টি-টুয়েন্টি ক্রিকেটে তার থেকে বড় কোন নাম আর নেই এবং তার জন্য আমাদের আর তর সইছে না।