‘দিদি’ বলায় মাছ ব্যবসায়ীর মাছ ড্রেনে ফেলে দিল এসিল্যান্ড

ফেঞ্চুগঞ্জে সকাল বেলা মাছের পসরা সাজিয়ে এসিল্যান্ড কার্যালয়ের পাশে বসেছিলেন মাছ ব্যাবসায়ীরা। এই সময় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিআ কর্মকার অফিসে প্রবেশ করছিলেন। প্রবেশের পথে গাড়ি থামিয়ে তিনি এক মাছ ব্যবসায়ীকে ঝুড়ি সরাতে বলেন।

তখন সেই মাছ ব্যবসায়ী বলেন, দিদি সরিয়ে নিচ্ছি। এই সময় দিদি বলায় ক্ষেপে যান এসিল্যান্ড সঞ্চিতা। আমি কিসের দিদি বলেই লাথিয়ে দিয়ে সেখানে লায়েক আহমেদ ও হাসান মিয়া নামের দুজনের মাছের ঝুড়ি পাশের ড্রেনে ফেলে দেন।

আচমকা এসিল্যান্ডের এমন কান্ডে হতবাক হয়ে যান সবাই। এই ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

তাদের অভিযোগ, এসিল্যান্ড আইনানুগ ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তা না করে তিনি বিরূপ আচরণ করেছেন।

এই ব্যাপারে সঞ্চিতা বলেন, তারা মাছ নিয়ে আমার অফিসের ভেতর ঢুকে যায়। মাছের গন্ধে টেকা দায়। তাদের বার বার বলাতেও তারা না যাওয়ায় চুড়ান্ত রাগান্বিত হয়ে পড়েছিলাম। লাথি দিয়ে মাছ ফেলা ঠিক হয়নি। তাই তাদের কাছে দু:খ প্রকাশ করতে রাজি আছি।

তবে বিষয়টির কোন সুষ্ঠ সমাধান না হওয়ায় সোমবার উপজেলার সভায় আলোচনায় আসে বিষয়টি। এ নিয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান কাজি বদরুদ্দোজা বলেন, বিষয়টি নিয়ে আমি আলোচনা তুললেও কোন জবাব বা সমাধান পাইনি।