দুই গোপালের পার্থক্য

গোপাল, এই শব্দটি মনে হলেই মানুষের সবার আগে ভাবনায় আসে গোপাল ভাঁড়ের কথা। ভারতীয় বাংলা কার্টুন গোপাল ভাঁড়ের কথা কে না জানে। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ সভার ভাঁড়।

তার কাজই হল মানুষকে হাসানো। সেই সাথে বুদ্ধির রাজা গোপাল ভাঁড় সাহায্য করেন রাজাকে তার বুদ্ধি দিয়ে।

তবে সেই গোপাল মানুষ হাসালেও রাজস্থান রয়্যালসের গোপাল আবার কাঁদিয়েছে কোহলিদের। কিন্তু তাদের আবার কপাল খারাপ। কারণ, বৃস্টিতে শেষ পর্যন্ত ম্যাচটির চুড়ান্ত নিষ্পত্তি হয়নি।

গতরাতে আইপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও আরসিবি। এই ম্যাচে বৃস্টির কারণে ওভার কমে দাড়য ৫ ওভার করে। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ ওভারে ৭ উইকেটে ৬২ রান করে কোহলির দল। ম্যাচের দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন গোপাল। কোহলি, ভিলিয়ার্স, স্টোইনিসকে নিয়েই হ্যাটট্রিক করেন তিনি।

এরপর রাজস্থান ব্যাটিংয়ে নামলে স্যামসনের তোপে ৩.২ ওভারেই ৪১ রান করে তারা। ১৩ বলে ২৮ রান করেন স্যামসন। তবে এরপর আবারও বৃষ্টি আসলে খেলাটি পরিত্যাক্ত হয়ে যায়।