দুই বিশ্বকাপের মাঝে তামিমের রেকর্ড

২০১৫ সালে বিশ্বকাপ হয়েছিল। এবার বিশ্বকাপ ২০১৯ সালে হচ্ছে। আরেকটু নির্দিষ্ট করে বললে আগামী ৩০ মে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। এই দুই বিশ্বকাপের মাঝের সময়টাকে বেশ দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তামিম ইকবাল। গড়েছেন রেকর্ড।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই দুই বিশ্বকাপের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই কীর্তি আর কোন টাইগার তারকারই নেই।

এই সময় তামিম ইকবাল ১১২টি ম্যাচ খেলেছেন সব মিলিয়ে। ব্যাটিং করেছেন ১৩০ ইনিংসে। রান করেছেন ৫০০৬ যার গড় ৪১.৭১। ১৮টি হাফসেঞ্চুরির সাথে সেঞ্চুরি করেছেন ১১টি।

এই সময়ে ওয়ানডেতে তামিম ম্যাচ খেলেছেন ৫২টি। ব্যাটিং করেছেন ৫১টিতে। রান করেছেন ২৫১১।

টেস্ট ক্রিকেটে ২১টি ম্যাচের ৪০ ইনিংসে ৪০.৬১ গড়ে রান করেছেন ১৫৮৪। টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচের ৩৯ ইনিংসে ব্যাট করে তামিমের সংগ্রহ ৯১১ রান, হাঁকিয়েছেন বাংলাদেশের পক্ষে একমাত্র টি-টোয়েন্টি সেঞ্চুরি।