নতুন পরিকল্পনা সাজাতে এই ম্যাচটি দারুণ সুযোগ করে দিয়েছে: সুনীল যোশি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানের বড় ব্যবধানে হারের বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে কেএল রাহুল ও এমএস ধোনির সেঞ্চুরিতে ৩৫৯ রান করে ভারত। ভারতে এই বিশাল রানে চাপ পড়ে বাংলাদেশ।

তবে পরাজিত হলেও চিন্তিত নয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা চালিয়েছে টাইগাররা। যা দলের জন্য ইতিবাচক, মনে করছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।

তিনি বলেন, ‘আমি মনে করি তারা ত্রিদেশীয় সিরিজে ভালো করেছে। সেখানকার কন্ডিশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য উপযুক্ত ছিল। এখানে আমরা বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলতে পারিনি। তবে ভারতের বিপক্ষ প্রস্তুতি আমাদের ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে ম্যাচে ফিরে আসার এবং ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাটিং করার। বিভিন্ন পরিস্থিতিতে বোলিং করার। নতুন পরিকল্পনা সাজাতে এই ম্যাচটি আমাদেরকে সুযোগ করে দিয়েছে।’