নর্টজের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে দলে জায়গা পেল তারকা পেসার

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার চিন্তার অন্যতম কারণ হয়ে উঠে পেসারদের ইনজুরি। ইনজুরির কারণে আইপিএল খেলা হয়নি অ্যানরিচ নর্টজে ও লুঙ্গি এনগিদির।

অন্যদিকে আইপিএলে চোট পেয়ে আইপিএল শেষ হয়েছে কাগিসো রাবাদা ও ডেল স্টেইনের। এদিকে ইনজুরির কারণে এবার বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন অ্যানরিচ নর্টজে। তার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ক্রিস মরিস।

হাতের চোটে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে নর্টজেকে। তার চোটে কপাল খুলেছে মরিসের। আজ মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, তাবরেজ শামসি, হাশিম আমলা, জেপি ডুমিনি, ইমরান তাহির, কাগিসো রাবাদা, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, ক্রিস মরিস, ডেল স্টেইন, লুঙ্গি এনগিডি।