নিশ্চিত হল ইপিএলের শীর্ষ চার দল

ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে ছিল তিন জায়ান্টের ম্যাচ। এই ম্যাচ গুলোতে মাঠে নেমেছিল চেলসি, ম্যানইউ এবং আর্সেনাল। আর এই তিন জায়ান্টের ম্যাচের পরপরই নিশ্চিত হয়ে যায় কারা যাচ্ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চার দল খেলবে সরাসরি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব। আর এই চার দল নিশ্চিত হয়েছে।

গতরাতে চেলসি ৩-০ গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে নিশ্চিত করেছে চারে থাকা। একই সাথে ম্যানইউ হোডার্সফিল্ডের সাথে এবং আর্সেনাল ব্রাইটনের সাথে ড্র করে নিশ্চিত করেছে চারের বাইরে থাকা।

লিভারপুল এবং ম্যানসিটি আছে সবার ধরা ছোয়ার বাইরে। তিনে থাকা চেলসির পয়েন্ট ৭১। চারে থাকা টটেনহামের পয়েন্ট ৭০। পাঁচে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৭ এবং ছয়ে থাকা ম্যানইউর পয়েন্ট ৬৬।

শেষের চারটা দলেরই বাকি আছে একটি করে ম্যাচ। তার মানে দাড়াল টটেনহাম শেষ ম্যাচে জিতলে এবং চেলসি হারলেও চেলসির শেষ চারে থাকা নিশ্চিত। অন্যদিকে যদি টটেনহাম হারে এবং আর্সেনাল জিতে তাহলে তাদের পয়েন্ট হবে সমান ৭০। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে উপরে থাকবে টটেনহামই।

অন্যদিকে ম্যানইউ শেষ ম্যাচে জিতলে বাকিরা সবাই হারলেও চারে উঠতে পারবে না।

তাহলে ইপিএল থেকে শেষ চার নিশ্চিত করল- ম্যানসিটি, লিভারপুল, চেলসি ও টটেনহাম।