পদ্মা সেতুর ১ হাজার ৮’শ মিটার দৃশ্যমান, ১২তম স্প্যান বসছে আজ

এদিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। আজ মাওয়ায় বসতে যাচ্ছে পদ্মা সেতুর ১২তম স্প্যান। সেতুরটির ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বসানো হবে।

১২তম স্প্যান বসলেই পদ্মা সেতুর ১ হাজার ৮’শ মিটার অংশ দৃশ্যমান হবে। আবহাওয়া ভালো থাকলে এই দুই পিলারের ওপর বসানো হবে স্প্যানটি।

আজ সোমবার (৬ মে) সকালে মাওয়া কনস্ট্রাকশন এরিয়া থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি নেয়া হয় সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের কাছে।

ঘূর্ণিঝড় ফণী আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকে গত শুক্রবার (৩ মে) ১২তম স্প্যানটি বসানোর কথা থাকলেও তা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছিল।