পরকালে বিশ্বাস নিয়ে নতুন করে সুর পাল্টালেন সাফা কবির

হালের আলোচিত তারকার নাম সাফা কবির গত এপ্রিলের মাঝামাঝি একটি বেসরকারি রেডিও স্টেশনে অনুষ্ঠান উপস্থাপনা করার সময় এক ভক্তের প্রশ্নের উত্তর দিয়ে সমালোচিত হন। ধর্ম নিয়ে বির্তকিত হওয়া অভিনেত্রী সাফা কবির পরকাল নিয়ে ফের মুখ খুললেন। অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান উইথ স্পর্শীয়া- তে অতিথি হয়ে ‘পরকাল’ প্রসঙ্গে কথা বলেন সাফা কবির।

অনুষ্ঠানে সাফা বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম। আমি রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমায়।’

এ সময় তিনি আরও বলেন, ‘ফেসবুক এমন একটা জায়গা, মানুষ সেখানে যা দেখে তাই বিশ্বাস করে। কোনো কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শোটা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’।’

‘আমাকে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন। সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? যদি করেন তাহলে…।’

এ সময় সাফা বলেন, ‘আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘যা হোক, আমি এখন বলছি আমার তখন ‘বিয়ের’ কথাটা বলা দরকার ছিল। আমি যেহেতু এখনো বিয়ে করিনি, তাই উত্তরে তাকে বলেছিলাম, এভাবে ‘যেটা আমি দেখি নাই ওটা আসলে কখনো বিশ্বাস করি না।’ আমার আসলে তখন খুব রাগ লেগেছিল তার প্রশ্নটা শুনে।’

সাফা আরো বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ইমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমি মুসলিম।’

এসময় সময় উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সুরা পরে ঘুমান।