পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। আজ প্রথম ম্যাচে খুলনায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অষ্টম ওভারে দলীয় ২৬ রানেই ফিরে গেছেন রবিন। ২৪ বলে ১৭ রান করে ফিরেন তিনি। এরপর দশম ওভারে এসে আরেক ওপেনার মিরাজ ফিরে যান ৩০ বলে ৮ রান করে। বাংলাদেশের দুই ওপেনারের উইকেটই তুলে নিয়েছেন আসের মুঘল।

৯৩ রানে ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে বিপদ আরও বাড়ে। ১১৫ রানে সাত উইকেট হারিয়ে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারা। তবে প্রতিরোধ গড়েছেন রাব্বি-রনি। মাহফুজুর রহমান রাব্বি এবং আজিজুল হক রনি ব্যাটিং ধীরতায় ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

দলের বিপর্যয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাত নম্বরে ব্যাটিং করতে নামা মাহফুজুর রহমান রাব্বি। তার ব্যাটে পুঁজি এনে দিয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত খেলে আসতে পারেননি তিনি। আউট হয়েছেন ৬৬ রান করে। ৭১ বলের ইনিংসে ৭ চার এবং ১ ছয় হাঁকিয়েছেন রাব্বি। শেষ দিকে রনির ব্যাটিংয়ে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

বাংলাদেশের দেয়া ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পাকিস্তান। পাকিস্তানের ওপেনার মোহাম্মদ শেহজাদকে ১ রানে ফিরিয়েছেন রনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর বল হাতেও আলো ছড়াচ্ছেন তিনি। এরপর একের পর এক পাক শিবিরে আঘাত হানে খুদে টাইগাররা। মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়েছে পাকিস্তান। দুটি উইকেট নিয়েছেন মুশফিক হাসান।

তবে ঘুরে দাঁড়ানোর চেস্টা করছে পাকিস্তান। বাংলাদেশের জয়ে পথে বাধা হয়ে ছিলেন পাকিস্তানের কাশিফ আলি। অবশেষে সেই পথ পরিষ্কার করলেন আশিকুর রহমান। ৬৭ বলে ৬৪ রান করা কাশিফকে সরাসরি বোল্ড করে ফিরিয়েছেন তিনি। শেষ ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আজিজুল হক রনি, মাহফুজুর রহমান রাব্বি ও মুশফিক হাসান।