পাকিস্তানকে কঠিন লক্ষ্য ছুরে দিল বাংলাদেশ

প্রথম ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে ক্ষুদে টাইগাররা। আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। টসে জিতে ব্যাটিং করছে স্বাগতিকরা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় ১১ রানেই ওপেনার সাজ্জাদ হোসেন মিরাজকে হারিয়েছে তারা। ১২ বলে ৭ রান করা মিরাজকে সাজঘরের পথ দেখিয়েছেন আসের মুঘল।

দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়া রবিনের সঙ্গী সাকিব ফিরে যান ২৪ রান করে। এরপর ক্রিজে আসেন আইচ মোল্লা। তিনি ৫৬ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরেন। তারপর দলের হাল ধরেন রবিন। ১০২ বলে ৬৯ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

শেষ দিকে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন রাব্বি। মফিজুল ইসলাম রবিনের ৬৯ রান। আইচ মোল্লার দুর্দান্ত ৫৬ রান এবং মাহফুজুর রহমান রাব্বির শেষ ব্যাটিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ২৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন আসের মুঘল এবং আলিয়ান মাহমুদ।