পাকিস্তানকে ম্যাচ হারিয়েছে বাবর আজম!

বাঁচা মরার ম্যাচ ছিল পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ ম্যাচটি। এই ম্যাচটি হেরে যাওয়াতে সিরিজ হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ৩৪০ রান করেছিল। কিন্তু এই রানও টপকে যায় স্বাগতিকরা। কিন্তু এমন ম্যাচে হারের জন্য পাক তারকা বাবর আজমকেও দায়ী করছেন রমিজ রাজা।

বাবর আজম ১১২ বলে ১১৫ রান করেছিলেন এই ম্যাচে। স্বাভাবিক ভাবে এটা দ্রুত গতির সেঞ্চুরিই ধরা হয় এই ফরম্যাটে।

কিন্তু সেটাই মানছেন না রমিজ রাজা। তার না মানার কারণ হল ৯০ এর ঘরে যাওয়ার পর অতিরিক্ত ডট বল খেলা। সেটাই মানতে পারছেন না রমিজ রাজা।

ইংল্যান্ডের জেশন রয়ের ৮৯ বলে ১১৪ রানের ইনিংসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সেঞ্চুরির জন্য খুব বেশি ডট বল খেলেছে বাবর। বিশেষ করে ৯০ এর ঘরে গিয়ে সে অতিরিক্ত ডট বল খেলেছে। তার এই সেঞ্চুরির করতে চাওয়ার জন্য খেলার ছন্দটাই হারিয়ে গেছে।

তিনি বলেন, আমরা দেখছি স্বার্থপরতা। একজন খেলোয়াড় হিসেবে আমরা নিজেদের পারফর্মেন্স আর মাইলফলকের কথা ভেবে দলকে বিপদে ফেলছি।