পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড!

পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট অনেক বছর ধরেই নেই। এক বোমা হামলার পর পাকিস্তানে এখন আর বড় দল গুলো যেতে চায় না।

তবে এই না যেতে চাওয়া দেশটিতে এবার বড় দল গুলোকে নিতে চেষ্টা করছে পাকিস্তান। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে নিজেদের মাটিতে সিরিজ খেলতে চায় পাকিস্তান।

একই সাথে পিসিবি যোগাযোগ করছে বিসিবি ও শ্রীলঙ্কার সাথেও যেন এই দুটি দলকেও নিজেদের মাটিতে আনা যায়।

পিসিবির ম্যানেজিং ডিরেক্টর বলেন, ইংল্যান্ড চিফ এক্সিকিউটিব টম হ্যারিসন পাকিস্তানে আসবেন এবং তিনি এখানে কিছুদিন থেকে দেশটির নিরাপত্তা পর্যবেক্ষন করবেন। কারণ, ২০২১-২২ মৌসুমে আমাদের মাটিতে তাদের সাথে সিরিজ রয়েছে। তাই তারা আগে থেকেই পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষন করতে চায়।

তিনি বলেন, তবে তারা খুবই ইতিবাচক পাকিস্তান সফরের ব্যাপারে যা আমাদের জন্য ভালো। সে আমাদের স্টেডিয়ামে আসবে এবং আমাদের নিরাপত্তা প্লান দেখবে। এই সময়ে অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিব কেভিন রবার্টও আসবেন।