পাকিস্তান স্কোয়াড থেকে বাদ শোয়েব মালিক

বিশ্বকাপ স্কোয়াড ১৫ জনের। সেখান থেকেই ম্যাচের আগে নির্ধারণ করা হয় একাদশ। কিন্তু ম্যাচের আগেই পাকিস্তানের স্কোয়াড থেকে তিনজনকে কেটে ফেলা হল। স্কোয়াড এখন ১২ জনের।

আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এই ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। দল থেকে বাদ পড়েছেন অন্যতম সেরা অলরাউন্ডার শোয়েব মালিক এবং দুই পেসার হাসনাইন ও শাহীন আফ্রিদি।

অভিজ্ঞতার দিক দিয়ে মালিক খুবই গুরুত্বপূর্ন ছিল পাকিস্তানের জন্য। সাথে তার স্পিন ছিল বেশ কার্যকর। মিডঅর্ডারেও দারুণ আস্থার এক খেলোয়াড়। কিন্তু সেই তিনিই বাদ পড়লেন প্রথম ম্যাচে।

আজকের ম্যাচে থাকছেন মোহাম্মদ আমির। থাকছেন সদ্যই কন্যা হারানো আসিফ আলী। তবে সমস্যা হতে পারে অন্য জায়গায়। ১২ জনের মধ্যে থেকে সাদাব খান ও হাফিজের মধ্যে টিকে থাকতে পারে একজন। কিন্তু হাফিজ, সাদাব খান ও হ্যারিস সোহেলের মধ্যে যেকোন দুইজন থাকতে পারেন একাদশে।