প্রত্যেকটা বড় দলকে হারাতে চান রশিদ খান

এবারের বিশ্বকাপে বেশ সম্ভাবনা নিয়েই এসেছে আফগানিস্তান। দলটি দারুণ ভারসাম্যপূর্ন। বিশেষ করে এই দলটির স্পিনাররা বিশ্বমানের। সেই সাথে আছে ঝড় তুলতে পারা কিংবা ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার মত ব্যাটসম্যানও। তাইতো এবারের বিশ্বকাপকে একেবারেই স্মরনীয় করে রাখার হুমকি দিয়ে রাখলেন রশিদ খান।

এই বিশ্বকাপে প্রতিটি দলই একে অন্যের বিপক্ষে মাঠে নামবে। সেই অনুযায়ী প্রতিটি দলটি ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই জন্য প্রতিটি বড় দলের বিপক্ষেই মাঠে নামা হবে আফগানদের। আর সেখানেই প্রত্যেকটা বড় দলকেই হারিয়ে দিতে চান আফগান তারকা রশিদ খান।

রশিদ খান বলেন, আমরা কেবল খাতা কলমেই শক্তিশালী নই। মাঠের খেলাতেও আমরা শক্তিশালী এবং যেকোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে। এটাই আমরা বিশ্বকাপে করে দেখাব।

এই ম্যাচের আগে রশিদ খান বলেছিলেন, আমি মনে করি আমরা খুবই ভালো দল। এখন সময় বিশ্বকে দেখানোর। এবারের বিশ্বকাপে আমাদের টার্গেট বড় সবগুলো দলকে হারানো। আমরা বিশ্বকে দেখাব আমরা কতটা শক্তিশালী।