ফুটবলকে বিদায় বললেন জাভি হার্নান্দেজ

নিজের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনার হয়ে খেলে শেষ টানতে কাতারে গিয়েছিলেন জাভি হার্নান্দেজ। সাবেক স্প্যানিশ ফুটবলার ৩৯ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন।

তিনি জানিয়েছেন, এই মৌসুমটাই তার ক্যারিয়ারের শেষ। এরপর পুরোপুরি ফুটবল কোচিংয়ে মন দেবেন জাভি।

গতকাল ২ মে বৃহস্পতিবার এক লিখিত বার্তায় এ বিষয়টি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাভি লিখেছেন, ‘খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মৌসুম। তবে আমি অপেক্ষা করব সামনের দিনগুলোতে কী রয়েছে আমার জন্য। ব্যক্তিগতভাবে আমি কোচ হিসেবে ফুটবলেই থাকতে চাই।’

এ সময় তিনি আরও লিখেন, ‘বয়সের কাঁটা ৩৯ ছোঁয়ার পরেও ফুটবল খেলে যেতে পেরেছি যা আমার জন্য বেশ আনন্দের। চলতি মৌসুমে এমির কাপ জিতে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে যাওয়ার মাধ্যমে চূড়ায় থেকেই বিদায় নিতে চাই।’

এদিকে ২১ বছরের ফুটবল ক্যারিয়ারের বার্সেলোনার হয়ে খেলেছেন ৭৬৭ ম্যাচ এবং জাতীয় দল স্পেনের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন জাভি। ৩৯ বছর বয়সী জাভি বর্তমানে খেলছেন কাতারের ক্লাব আল সাদে। তবে চলতি মৌসুম শেষে সেখানেও আর দেখা যাবে না তাকে।

এর আগে গত ২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর সরাসরি আল সাদেই গিয়েছিলেন জাভি। সেখানে তিন মৌসুম কাটিয়ে অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কাতারের ক্লাব আল সাদের এই তারকা।