বাংলাদেশকে বিশাল টার্গেট ছুড়ে দিল পাকিস্তান

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তান অনূর্ধ্ব-১৬ এর বিপক্ষে ক্ষুদে টাইগাররা।

আজকে জিতলেই হোয়াইওয়াশ করবে জুনিয়ররা। ইতোমধ্যে সিরিজ জিতে গেছে বাংলাদেশ। এর আগে তিন দিনের টেস্ট ম্যাচের সিরিজটিও জিতেছে বাংলাদেশের ক্ষুদেরা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে ব্যাট করতে নেমে পাকিস্তান।

ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সূচনা এনে দিয়েছেন পাকিস্তানের দুই ওপেনার সামির সাকিব এবং হাসিবুল্লাহ। দুইজনে মিলে দলকে দিয়েছেন ১৪৩ রানের উদ্বোধনী জুটি। ২৯তম ওভার এসে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ দল। ৬৯ রান করা সাকিবকে ফিরিয়েছেন শামসুল ইসলাম ইপন। তবে আরেক ওপেনার হাসিবুল্লাহ এক প্রান্তে ব্যাটিং ঝড় তুলেছেন।

ব্যাট হাতে ১২৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন হাসিবুল্লাহ। আর ওপেনার সামির সাকিব খেলেছেন ৬৪ রানের ইনিংস। তাঁদের দু্‌ই জনের রানের বাংলাদেশের সামনে ২৮০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে শামসুল ইসলাম ইপন একাই নিয়েছেন পাঁচ উইকেট। আর তিনটি উইকেট তুলেছেন মাহফুজুর রহমান রাব্বি।

বাংলাদেশের একাদশ: মফিজুল ইসলাম রবিন, সাকিব শাহরিয়ার, খালিদ হাসান, সোহাগ আলী, রিয়াদ খান, আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি, শাহরিয়ার আলম মাহিন, আরিফ আহম্মেদ অনিক, শামসুল ইসলাম ইপন ও তাহজিবুল ইসলাম।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ, সামীর সাকিব, মোহাম্মদ ওয়াকাস, উমর ইমন, কাসিফ আলী, রেওয়ান মেহবুব সাঈদ, আলী আপান্দ, আসির মুঘল, হাসিবুল্লাহ, ফরহাদ খান ও আলীয়ান মেহমুদ।