বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই: ইংলিশ অধিনায়ক

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে চলতি মাসের ৩০ তারিখে শুরু হবে বিশ্বকাপ। আসন্ন আসরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে অংশগ্রহণকারী দলগুলো। অন্যান্য দলের চেয়ে একটু বেশিই প্রস্তুত বাংলাদেশ দল। আর এতে ভয় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। স্বাগতিক ইংল্যান্ড আগামী ৮ জুন কার্ডিফে বাংলাদেশের মুখোমুখি হবে। এর আগে টাইগারদের নিয়ে সতর্ক মরগান।

সম্প্রতি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইংলিশ অধিনায়ক।

তিনি বলেন, বাংলাদেশ খুবই ঐক্যবদ্ধ দল। ইতোমধ্যে ক্রিকেট বিশ্বকে বিমুগ্ধ করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপজুড়ে তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।

অবশ্য বাংলাদেশকে নিয়ে সতর্কতার আরেকটি বড় কারণ আছে ইংল্যান্ডের। এর আগে দুইবার ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে টাইগারদের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে ইংলিশরা। সেসব জয়ে অবদান ছিল সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদদের। এবারো তারা রয়েছেন ফর্মের মগডালেও। দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে খেলার অভিজ্ঞতা আসছে ক্রিকেটের সর্বোচ্চ আসরে ভোগাতে পারে যেকোনো দলকেই।

তাছাড়া আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ জয়ে প্রথমবারের মতো শিরাপা জিতলো টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় মাঠে গড়ায়নি। তবে ফাইনালসহ সম ম্যাচ জিতে অপরাজিত শিরোপা পেল বাংলাদেশে।