বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান হলেন যারা

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ২০১৯ সালের বিশ্বকাপের আগে- মাঝের এই সময়টাতে বাংলাদেশের হয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল খান। এই সময়টাতে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এই সময়ে তামিম ইকবাল সব মিলিয়ে ৫০০৬ রান করেছেন। সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে এই ৫০০৬ রান করেছেন তামিম। ১১২ ম্যাচের ১৩০ ইনিংসে ব্যাট করতে নেমে এই রান করেছেন তামিম।

তামিমের পর আছেন এই তালিকায় মুশফিক। বাংলাদেশের এই তারকার রান ৪৫৩৫। ১২৭ ম্যাচের ১৪১ ইনিংসে এই রান করেছেন তিনি।

তালিকার তিনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১২৯ ম্যাচের ১৩৭ ইনিংসে ব্যাট করে মাহমুদউলাহর সংগ্রহ ৩৫৭৮ রান।

তার পরের অবস্থানে থাকা সাকিব আল হাসান ১১২ ম্যাচের ১২০ ইনিংসে করেছেন ৩৭৩৭ রান।

বাংলাদেশের পক্ষে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের এ তালিকায় পঞ্চম নামটি সৌম্য সরকারের। ৯৮ ম্যাচের ১০৯ ইনিংসে ব্যাট করে ২৯৫১ রান করেছেন সৌম্য।