বাংলাদেশের সাবেক এক কোচের কাছে কৃতজ্ঞ তামিম

সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের ব্যাটিংয়ে আস্থা বাংলাদেশের। বাংলাদেশের সেরা এই ওপেনার গত দুই বছরে রানের গড়ে সবার সেরা হয়েছে বিশ্বে। আর এমন ব্যাটিংয়ের জন্য বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিম ইকবাল।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন জেমি সিডন্স। অস্ট্রেলিয়ান এই কোচের অধিনেই তামিম ইকবাল পাল্টে গেছেন বলেই জানিয়েছেন।

তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিকে রানের জন্য রীতিমত লড়াই করেছিলেন। ৩০ বলে মাত্র ৬ রান ছিল তার। এরপরই পরপর দুটি চার মেরে হতাশা থেকে বেড়িয়ে আসেন এবং দারুণ এক ইনিংস খেলেন।

তামিম ইকবাল বলেন, আমি এই বিষয়টি জেমি সিডন্সের কাছ থেকে শিখেছি। সে আমাকে এটা বুঝিয়ে দিয়েঝে। সে আমাকে বলেছে, যখন তুমি মাঠে রানের জন্য লড়াই করতে থাকবা, তখন তোমার হাতে দুইটা অপশন থাকে। হয় তুমি ড্রেসিং রুমে ফিরে আমাদের সাথে বসে থাকতে পারো, অথবা মাঠে লড়াই করতে পারো।