বার্সার ম্যাচের আগে ফিরমিনো-সালাহ দুজনকেই হারালো লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সার মাঠে ৩-০ গোলে হেরেছিল লিভারপুল। যার কারণে দ্বিতীয় লেগে এখন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা লিভারপুলের।

কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার এই ম্যাচে দলের প্রধান দুই ফরোয়ার্ডকেই না পাওয়ার ঝুঁকিতে আছে অলরেডরা।

গতকাল প্রিমিয়ার লিগে হোডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচ ছিল লিভারপুলের। এই ম্যাচে মাথায় আঘাত পেয়ে স্ট্রাচারে করে মাঠ ছাড়েন সালাহ। ইংলিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সালাহর বার্সার বিপক্ষে ম্যাচটি মিস করার সম্ভাবনাই বেশি।

সালাহকে নিয়ে এখনো দোটানায় থাকলেও রবার্তো ফিরমিনোর খেলা হচ্ছেনা এই ম্যাচেও। ইনজুরির কারণে প্রথম লেগেও খেলতে পারেনি ফিরমিনো। একই কারণে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচেও খেলা হয়নি তার। সেই একই কারণে তিনি মাঠের বাইরে থাকবেন দ্বিতীয় লেগের ম্যাচেও।

গতকাল ম্যাচ শেষে এই বিষয়টি নিশ্চিত করছেন লিভারপুল কোচ ক্লপ। তিনি জানিয়েছে, ফিরমিনো দ্বিতীয় লেগটিও মিস করবে। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও খেলা নিয়ে আছে শঙ্কা। দেখা যাক কি হয়।