বিপিএলে কুমিল্লা ছেড়ে নতুন দলে তামিম ইকবাল

বিপিএলে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ থাকলেও চলতি বছরের শেষের দিকে হতে যাওয়া বিপিএলে দেশসেরা এই ওপেনার থাকছেন না কুমিল্লাতে। ৬১ বলে ১০ চার, ১১ ছয়ে অপরাজিত ১৪১ রানের ইনিংস খেলে বলা চলে একা হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে জিতিয়েছিলেন তামিম ইকবাল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের নতুন আসর।

আর এই নতুন আসরে নতুন দলের সঙ্গে যুক্ত হবেন তামিম ইকবাল। এবার তামিম ইকবালকে মাঠ মাতাতে দেখা যাবে খুলনা টাইটান্সের হয়ে। কোন কারণে তামিম ইকবাল খুব বেশি খুশি ছিলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপর। অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েনের কারণে তামিম হতাশ হলেও পেশাদারিত্ব দেখিয়ে পারফর্ম করে গেছেন তামিম ইকবাল।

তামিম-কুমিল্লা ইস্যু নিয়ে ফেব্রুয়ারিতে মোহাম্মদ সালাহউদ্দিন বলেছিলেন, ‘গত ৬ থেকে ৭ মাস আমি ও তামিম বিপিএলে আমাদের দলের ফরমেশন কেমন হবে সেটা নিয়ে পরিকল্পনা করেছি। কোথায় কোথায় আমাদের বেশি জোর দিতে হবে সেই পরিকল্পনা সাজিয়েছি।’