বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচ পরিত্যক্ত হলে জিতবে কে

এবারের বিশ্বকাপে প্রতিটা দলের জন্যই সবচেয়ে বড় হুমকি হতে পারে বৃষ্টি। আর সেটা কতটা হুমকি হতে পারে তা এরই মধ্যে দেখা গেছে প্রস্তুতি ম্যাচে।

এই বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের টসই হতে পারেনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শুরু হলেও বৃষ্টির বাধায় এগিয়ে যেতে পারেনি।

কিন্তু যদি বিশ্বকাপের মুল ম্যাচেও এমনটা হয় তাহলে কি হবে? গ্রুপ পর্বে যদি কোন ম্যাচ পরিত্যক্ত হয় বা টাই হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। কোন দল যদি ম্যাচে যতই সুবিধাজনক অবস্থাতেই থাকুক না কেন, কোন ফলাফল আসবে না। পয়েন্ট ভাগাভাগি হবে।

তবে যদি নক আউট পর্ব অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে না পারে তখন সুপার ওভারে নিষ্পত্তি করা হবে। কিন্তু যদি একেবারেই অনুষ্ঠিত হতে না পারে তখন রিজার্ভ ডে এর ব্যবস্থা থাকবে।