বিশ্বকাপে এই দুইজন হবে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি : ইয়ান পন্ট

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় খেলতে এখন সেখানেই অবস্থান করছে বাংলাদেশ।

২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ইয়ান পন্ট। এছাড়াও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি জানালেন আসন্ন বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে কারা হতে পারেন তুরুপের তাস।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ প্রসঙ্গে পন্ট লিখেন, ‘৪-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ এবং ৩-১ ব্যবধানে জিম্বাবুয়েকে সিরিজ হারিয়ে ২০১১ বিশ্বকাপে দারুণ প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল হবে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।’

উল্লেখ্য, আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ।