বিশ্বকাপে কপাল পুড়ছে লিটন দাসের

বাংলাদেশের দল ঘোষণার সময় নির্বাচকদের একটি যুক্তি ছিল লিটনের জন্য। তামিম ইকবাল বাঁহাতি ব্যাটসম্যান। তাই ওপেনিংয়ে তার সঙ্গী হবে ডানহাতি লিটন।

তবে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ শেষে তামিম ইকবাল জানালেন, এই কম্বিনেশন আরও দশ বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে।

তামিম বলেন, যদি এমনটা আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ন হত তাহলে ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গারের জুটি এমন সফল হত না। ওরা দুজনেই বাঁহাতি। বোঝাপড়া, খেলার স্টাইল আর ফর্মই আসল কথা।

তামিম ইকবালের এমন মন্তব্যের পর হয়তো কপাল পুড়তে পারে লিটন দাসের। কেননা, তামিম সৌম্য জুটি জমে গেলে সেটা ভাঙার পথে হাটবেনা বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর তামিম প্রশংসা করেছিলেন সৌম্যর। প্রত্যাশিত স্টাইলে ব্যাটিং করা সৌম্যকে নিয়ে তামিম বলেন, আমি সব সময় বলি ওর ব্যাটিং আমার উপর থেকে চাপ সরিয়ে দেয়। আমার ইনিংসে আমার চেয়ে ওর অবদান বেশি ছিল।

দল চায় তামিম যেন মাঠে থেকে খেলে। তখন তামিমের সঙ্গীকে একটু রান স্কোরবোর্ড সচল রাখার কাজটি করতে হয় যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন সৌম্য। আর এমন জুটি তাই ভাঙার চেষ্টা করবে না নির্বাচকরা। আর সেটা হলেই লিটন দাসের বিপদ। থাকতে হতে পারে একাদশের বাইরে।