বিশ্বকাপে কোন দলের বোলিং আক্রমন কত শক্তিশালী দেখুন

এটা আর এখন কোন গোপন বিষয় নয় যে এবারের বিশ্বকাপ হাইস্কোরিং ম্যাচ হতে যাচ্ছে। প্রতিটি ম্যাচেই ৩০০ রান বা তার বেশি হবে এমনটাই সম্ভাবনা রয়েছে। যার কারণে এবারের বিশ্বকাপে বোলিং খুব বেশি গুরুত্বপূর্ন হতে যাচ্ছে।

যে দলের বোলিং আক্রমন যত বেশি ভালো হবে সেই দলের ম্যাচে ভালো করার সম্ভাবনা তত বেড়ে যাবে। রাবাদা, স্টার্ক, বুমরাহ, হাসান আলীরা এবারের বিশ্বকাপে হয়ে উঠতে পারে দলের জন্য বড় ফ্যাক্টর। তবে সব মিলিয়ে বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে কাদের ডেথ বোলিং অপশন কতটা সেরা চলুন দেখে নেই।

১. অস্ট্রেলিয়া- রেটিংস ১০ এর মধ্যে ৯- প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, নাথান কোল্টার নিল।

২. দক্ষিণ আফ্রিকা- রেটিংস ১০ এর মধ্যে ৯- রাবাদা, লুঙ্গি এনগিদি, ডেল স্টেইন।

৩. ভারত- রেটিংস ১০ এর মধ্যে ৮- বুমরাহ, ভুবনেশ্বর, সামি।

৪. পাকিস্তান- রেটিংস ১০ এর মধ্যে ৮- হাসান আলী, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

৫. ইংল্যান্ড- রেটিংস ১০ এর মধ্যে ৭- জোফরা আর্চার, ক্রিস ওকস, টম কুরান, মার্ক উড।

৬. নিউজিল্যান্ড- রেটিংস ১০ এর মধ্যে ৭- সাউদি, ট্রেন্ট বোল্ট, লুক ফার্গুসন।

৭. বাংলাদেশ- রেটিংস ১০ এর মধ্যে ৬- মুস্তাফিজ, সাইফ উদ্দিন, রুবেল, মাশরাফি, সাকিব।

৮. ওয়েস্ট ইন্ডিজ- রেটিংস ১০ এর মধ্যে ৬- কেমার রোচ, গ্যাব্রিয়েল, জেশন হোল্ডার, ওসানে থমাস।

৯. শ্রীলঙ্কা- রেটিংস ১০ এর মধ্যে ৫.৫- মালিঙ্গা, প্রদিপ, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

১০. আফগানিস্তান- রেটিংস ১০ এর মধ্যে ৫.৫- রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, দৌলত জাদরান।