বিশ্বকাপে চমক দেখাতে মরিয়া আফগানিস্তান

আনেক নাটকের পর বিশ্বকাপের আগে হঠাৎ করেই আফগানিস্তান দলের অধিনায়কত্বে পরিবর্তন আনে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অধিনায়ক করা হয় গুলবদন নায়েবকে। এই নায়েবই এবার বিশ্বকাপে অনেক বড় আশা দেখছে আফগানিস্তানকে নিয়ে।

নায়েব বলেন, “যখন আমি আমার দলের দিকে তাকাই, আমরা গত কয়েক মাসে দারুণ ভাবে প্রস্তুতি গ্রহন করেছি। প্রত্যেকেরই রয়েছে ভালো করার প্রতিজ্ঞা। সবাই বিশ্বকাপে অংশ নিতে মুখিয়ে আছে।”

আফগানিস্তান এখন আছে র‍্যাংকিংয়ে ১০ নম্বর স্থানে। তবে এটা নিয়ে ভাবছেনা নাইব। গত এশিয়া কাপেই তারা হারিয়েছে শ্রীলঙ্কাকে। ভারত এবং পাকিস্তানের চোখে চোখ রেখে লড়াই করেছে। তাই বিশ্বকাপে যেকোন কিছুই হতে পারে বলেই মনে করেন নাইব।

তিনি বলেন, “আমি এটাই আশা করি। এটা ক্রিকেট। যেকোন কিছুই হতে পারে।”

আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হবে ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।