বিশ্বকাপে দ্বিতীয় সেরা বোলার মাশরাফি, তিনে সাকিব

বিশ্বকাপে এবার অংশ গ্রহন করছে ১০টি দল। আর এই দশটি দলের বোলারদের মধ্যে উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা।

মাশরাফি ২০৯টি ওয়ানডে ম্যাচ খেলে ৪.৮২ গড়ে রান দিয়ে ২৬৫ উইকেট নিয়েছেন।

তালিকায় মাশরাফি দুই নম্বরে থাকলেও সবার উপরে আছে লাসিথ মালঙ্গা। ২১৮ ম্যাচে তার উইকেট ৩২২টি।

তালিকার তিনে রয়েছে সাকিব আল হাসান। ১৯৮ ম্যাচে সাকিব আল হাসানের উইকেট ২৪৯টি।

বিশ্বকাপে বাংলাদেশই যে সবচেয়ে অভিজ্ঞ ও শক্ত বোলিং লাইন-আপ নিয়ে খেলতে যাচ্ছে, তা বলে দিচ্ছে এই পরিসংখ্যান। এখন দেখার টুর্নামেন্টে বাংলাদেশের বোলাররা কতটুকু কি করতে পারেন!