বিশ্বকাপে বাংলাদেশের কিছু রেকর্ড

আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। আর এই আসরের আগে বাংলাদেশ এখন ব্যস্ত সময় কাটাচ্ছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে।

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশ নেয়। তবে এই মেঘা ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য আসে ২০১৫ সালে।

বিশ্বকাপে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ন রেকর্ড চলুন জেনে নেই।

১. বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২/৪।

২. বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিন্ম রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮।

৩. বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর মাহমুদউল্লাহ রিয়াদের ১২৮ রান।

৪. বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ২টি সেঞ্চুরি রিয়াদের।

৫. বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার শফিউল ইসলামের। ২১ রানে চার উইকেট নিয়েছিলেন তিনি।

৬. বিশ্বকাপের আসরে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সাকিবের। ৫৪০ রান করেছেন তিনি। এছাড়াও উইকেট পেয়েছেন ২৩টি।

৭. বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ৫০০ বা তার বেশি রান করা খেলোয়াড় দুজন। সাকিব ও মুশফিক।

৮. বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি তামিমের। ৫৮টি বাউন্ডারি মেরেছেন তিনি। এছাড়াও সর্বোচ্চ ক্যাচও তার। ৯টি ক্যাচ ধরেছেন তামিম।

৯. বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি ১৪১ রানের। ইংল্যান্ডের বিপক্ষে রিয়াদ ও মুশফিক এই জুটি বেধেছিল।

১০. বিশ্বকাপে বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মুশফিকের। ৮টি।