বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ও সর্বনিন্ম

সামনেই আসছে আরেকটি বিশ্বকাপ। আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর।

এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই হবে রানের বন্যা। আর এই রান বন্যার ম্যাচে তাই একাদশ সাজানোটাও বেশি গুরুত্বপূর্ন। কেননা, বড় রান তাড়া করার সামর্থ্য থাকতে হবে দলের।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশ কেবল একবারই ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে। সেটা ২০১৫ সালে। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের ৪ উইকেটে ৩২২ রান করেছিল। এটাই বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিন্ম স্কোর আবার নিজেদের মাটিতেই। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ৫৮ রানেই অল আউট হয়েছিল বাংলাদেশ।