বিশ্বকাপে মাথা ঠান্ডা রাখতে চান রুবেল

টাইগার পেসার রুবেল হোসেন মাশরাফির পর জাতীয় দলে পেসারদের মধ্যে সবচেয়ে সিনিয়র। আর এই সিনিয়র রুবেল হোসেন দুর্দান্ত বোলিং করলেও কিছু কিছু ম্যাচে হারিয়ে যান ব্যাটসম্যানদের ব্যাটের ঝড়ে।

অনেক সময় দেখা গেছে ক্লোজ কিছু ম্যাচে শেষ দিকে এসে চাপ সামলাতে না পেরে রান দিয়ে দলকে ডুবাচ্ছেন রুবেল। তবে বিশ্বকাপে আর এমনটি না করে মাথা ঠান্ডা রেখে বোলিং করতে চান তিনি।

রুবেল বলেন, কিছু কিছু ম্যাচে আমরা দেখেছি যে ৪০০ রানও ছাড়িয়ে গেছে। ওই কন্ডিশনে বোলারদের মাথা ঠান্ডা করতে হয়। একটা বা দুটো বাউন্ডারি হয়ে গেলে ঘাবড়ে যেতে পারে। কিন্তু তখন মাথা ঠান্ডা করে ওভার শেষ করতে হয়। আর এখন তো বোলারদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি।

নিজের শক্তির কথা বলতে গিয়ে রুবেল বলেন, আমি জোরে বল আঘাত করতে পাড়ি। ইয়র্কার করতে পারি। এগুলো আমার শক্তির জায়গা এবং এগুলোতে জোর দিতে হবে।