বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক দল শ্রীলঙ্কা

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ১০টি দল। আর এই দশ দলের মধ্যে সবচেয়ে বয়স্ক দল হচ্ছে শ্রীলঙ্কা। তাদের গড় বয়স ৩০.৪৩।

বুড়ো দল হিসেবে শ্রীলঙ্কার পরেই আছে দক্ষিণ আফ্রিকা। এই দলের তারকাদের গড় বয়স ৩০.৩৯। তিনে আছে অস্ট্রেলিয়া। তাদের গড় বয়স ৩০.৩৪।

ভারতের তারকারা আছে বয়সের দিক থেকে চার নম্বরে। তাদের গড় বয়স ৩০.০৬। এরপরই আছে নিউজিল্যান্ড। তাদের গড় বয়স ২৯.৫৯।

নিউজিল্যান্ডের পরই আছে স্বাগতিক ইংল্যান্ড। তাদের গড় বয়স ২৯.৩। এরপর আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের তারকাদের গড় বয়স ২৮.৪৯।

বিশ্বকাপে বাংলাদেশের তারকাদের গড় বয়স ২৭.৭৯। বাংলাদেশের একধাপ সামনে আছে পাকিস্তান। তাদের গড় বয়স ২৭.৭৯। আর সবচেয়ে কম বয়স আফগানিস্তানের। তাদের গড় বয়স ২৭.৭।