বিশ্বকাপ শুরুর আগেই চ্যাম্পিয়ন দলের নাম জানালেন শচীন

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হলেও ট্রফি ভারতের মাটিতেই আসবে বলে মনে করছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শচীন।

বিরাট কোহলির এই দলটিতেই মূলত আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন শচীন। ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল ভারত। যদিও সেবার পাকিস্তানের কাছে হেরেছিল তারা। তবে এবারের বিশ্বকাপের ট্রফি ভারতে আসবে বলেই জানিয়ে দিলেন শচীন।

সেই সঙ্গে বিশ্বকাপে ব্যাটিং সহায়ক উইকেট হবে বলেই বিশ্বাস শচীনের। এ প্রসঙ্গে শচীন বলেন, ‘বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হলেও ট্রফি ভারতেই আসবে। শুনেছি বিশ্বকাপের সময় খুব গরম থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যে রকম ছিল। সূর্যের আলোয় পিচ থেকে সব আর্দ্রতা চলে যায়। তাপমাত্রা যত বাড়বে, পিচ ততই ব্যাটসম্যানদের সাহায্য করবে। আমি নিশ্চিত, বিশ্বকাপ অসাধারণ পিচে খেলা হবে।’

তিনি আরো বলেন, ‘চড়া রোদের মধ্যে বোলাররা সে রকম সুবিধা পাবে না। পার্থক্য গড়ে দিতে পারে মেঘে ঢাকা আকাশ। সেই সময় বল নড়াচড়া করতে পারে। কিন্তু সেটাও বেশিক্ষণ হবে না। এক দু’ওভার পর থেকেই সুইং বন্ধ হয়ে যাবে।’