বিস্ময়কর চোটকেই উসিলা বানাচ্ছে নির্বাচকরা

আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের এবারের আসরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি।

তবে সেই দলে ছিল বিশাল চমক। চমক ছিল আবু জায়েদ রাহী। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে কোন ম্যাচ না খেলা আবু জায়েদ রাহীকে নেয়ার জন্য সমালোচনা হচ্ছিল প্রচুর। নির্বাচকরা জানিয়েছিলেন, মুলত সুইং বোলিং করতে পারার কারণেই রাহীকে দলে নেয়া।

তবে রাহীকে নেয়া হলেও বাদ পড়েছিলেন তাসকিন আহমেদ। এবার সেই তাসকিনই ফের বিশ্বকাপ দলে আসতে যাচ্ছে এবং সেটা সেই রাহীর জায়গাতেই।

বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাবনায় এখন তাসকিন। তার নাম আইসিসিতে পাঠানো হয়েছে।

তবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ১৬ দলেরও হতে পারে। সেটা হলে অন্তত সমালোচনা তো এড়ানো যাবে।

কিন্তু হঠাৎ কেন রাহীর জায়গাতে তাসকিন? জানা গেছে চোট আছে রাহীর। কি অবস্থা? হঠাৎ চোট কিভাবে এল?

মিনহাজুলের ব্যাখ্যা, ও তো চোটের কারণে এত দিন বোলিংই করতে পারছিল না। স্থানীয় ফিজিও যে প্রতিবেদন দিয়েছিল সে মতে সব কিছু হয়নি। আমাদের বলা হয়েছিল তিন-চার দিনে সেরে উঠবে। কিন্তু আজই প্রথম বল করার মতো অবস্থায় এসেছে রাহি।