ভারতীয় আম্পায়ারকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র আম্পায়ার সুন্দারাম রবিকে আম্পায়ারদের এলিট প্যানেল থেকে ছেঁটে ফেলেছে আইসিসি। একই সাথে এবারের বিশ্বকাপে তার অংশ নেয়ার কথা থাকলেও সেটা বাতিল করা হয়েছে।

২৪ এপ্রিল আইসিসির আম্পায়ার্স কমিটির মিটিংয়ের পর তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।

ভারতের এই আম্পায়ার বর্তমানে আইপিএলে দায়িত্ব পালন করছেন। কিন্তু তার আম্পায়িং নিয়ে চলছে তীব্র সমালোচনা। আরসিবি ও মুম্বাই এর ম্যাচে শেষ মুহুর্তের নো বল না দেয়াকে কেন্দ্র করে রোহিত ও কোহলি দুই অধিনায়কই তার সমালোচনা করেছেন।

সুন্দারামকে সরিয়ে দিয়ে আইসিসি বলেছে, এলিট প্যানেলে টিকে থাকা খুব কঠিন। টপ লেভেলের খেলায় অনেক প্রতিদ্বন্দ্বিতা এবং চাপ থাকে। গত কয়েক বছরে ১২ এলিট লেভেলের আম্পায়ারদের মধ্যে সবচেয়ে খারাপ রিপোর্ট রবির।