ভয়ংকর ম্যাককলামকে ফেরালেন রুবেল

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়ে ৪:৪৫ মিনিটে।টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক হ্যারি টেক্টর।

জবাবে বল করতে নেমে আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই আঘাত করেছেন পেসার রুবেল হোসেন। রুবেলের বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে মাত্র ১৫ রান করেই ফিরে গেছেন ওপেনার জ্যাক টেক্টর।

এবার আয়ারল্যান্ড শিবিরে আঘাত হানেন সাকিব। সাকিবের বলে লিটনের হাতে ধরা পড়ে ১৮ রান করে ফেরেন জেমস শ্যানন। এরপর ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেন জেমস ম্যাককলাম ও সিমি সিং। ম্যাককলাম এরই মধ্যে সেঞ্চুরি ও সিমি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

তবে ভয়ংকর হয়ে ওঠা ম্যাককলামকে ফিরিয়েছেন রুবেল। রুবেলের বলে মিরাজের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। ১০৯ বলে ১৫ চার ও ১টি ছয়ে ১০২ রান করেন ম্যাককলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রান।

প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড উলভস: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।