মাশরাফিকে নিয়ে অশালীন স্ট্যাটাস, ডাক্তারদের ধুয়ে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সমালোচনা করে অশালীন ভাষায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জন্য, এবার চিকিৎসকদের কঠোর ভাষায় সমালোচনা করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন তিনি।

এর আগে দায়িত্বে অবহেলার কারণে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসকদের তিরস্কার করায় দেশব্যাপী চিকিৎসকদের সমালোচনার মুখে পড়েন মাশরাফী।

এ সময় ডা. মুরাদ হাসান বলেন, ‘শ্রদ্ধা-সম্মান আপনি কোনো দিন চেয়ে নিতে পারবেন না। এটা স্বয়ং আল্লাহতালা দেন। ভুলেও ভাববেন না একজন সম্মানিত মানুষকে অসম্মানিত করে আপনি সম্মান পাবেন। একটা ঘটনা ঘটলে আপনারা এইভাবে অশ্লীল ভাষা ব্যবহার করেন কেনো।’

‘একজন মাশরাফি সৃষ্টি করতে পারবেন! জাতীয় দলের ক্যাপ্টেন সে। হতে পারবেন একজন জাতীয় ডাক্তার! হয়ে প্রমাণ করেন যে আপনি জাতীয় ডাক্তার তাই মাশরাফিকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখেন।’