মাশরাফিকে শিরোপা দিতে পেরে আমি ভাগ্যবান

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবারের মত তিন বা ততোধিক দলের কোন টুর্নামেন্টের শিরোপা জিতল।

বাংলাদেশ এর আগে ৬বার ফাইনালে পৌছেছিল। কিন্তু প্রতিবারই হতাশায় ফিরতে হয়েছে বাংলাদেশকে। এবার আর হতাশ হতে হয়নি দলটির। জিতেছে দাপটের সাথেই।

এমন জয়ের পর অধিনায়ক মাশরাফির হাতেই শিরোপা তুলে দেন ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্স ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

পুরো বাংলাদেশ যখন এই শিরোপা জয়ের আনন্দে ভাসছে তখন নিজের প্রতিক্রিয়ায় উদয় হাকিম বলেন, প্রথম কোন ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। ওয়ালটন এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হওয়ায় গৌরবের সাক্ষী থাকলো। অধিনায়ক মাশরাফির হাতে শিরোপা তুলে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করবে।