মাশরাফি-ডুপ্লেসির যে কথায় হাসির রোল পড়ে যায়

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মে) আইসিসি’র আয়োজিত ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ১০ দলের ক্যাপ্টেনরা। আর সেখানে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা ধরে ডুপ্লেসির জবাবে হাসির রোল পড়ে যায়।

মাশরাফি বলেন, আয়ারল্যান্ডে শেষ সিরিজে আমরা অনেক ভালো খেলেছি। আমরা আশা করি, দুই তারিখে ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলব। আশা করি, আমরা ভালো শুরু করব।

মাশরাফিরা ডু প্লেসিদের ভালো খেলবে এ কথা বলার পর পরই মাশরাফির সঙ্গে একই সোফায় বসা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্লাপ ডু প্লেসিস বলেন, আমি আশা করি না। এরপরই হাসির রোল পড়ে যায় এই অনুষ্ঠানে।

আগামী ২ জুন দ্য ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

এ বিষয়ে মাশরাফি বলেন, সবকিছুই নির্ভর করবে কেমন শুরু হচ্ছে তার ওপর। ক্রিকেট এমন একটি খেলা, নিজেদের দিনে যে-কেউ যে-কাউকেই হারাতে পারে। আমরা আত্মবিশ্বাসী, আমরা যেকোনো দলকেই হারাতে পারব। কিন্তু সবকিছুই নির্ভর করবে কেমন শুরু করছি তার ওপর।

টাইগার অধিনায়ক বলেন, সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া আমাদের দলটি ভালো। তারা আসলেই অনেক ভালো ক্রিকেট খেলে।