মোস্তাফিজের বিরল রেকর্ডে ভাগ বসালেন ফোকস

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে গতকাল ৩ মে মাঠে নেমেছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ম্যাচের জয়ের নায়ক ছিলের ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস।

দলের বিপর্যয়ে একাই প্রতিরোধ গড়ে তুলেন তিনি। ব্যাট হাতে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচ ধরেছেন তিনি। যার ফলে ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে তার।

এই ম্যাচ দিয়েই একদিনের ক্রিকেটে অভিষেক হয় ফোকসের। আর অভিষেক ম্যাচেই তিনি হয়েছেন ম্যাচসেরা। এর আগে গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের সাদা পোশাকে অভিষেক হয় ফোকসের। অভিষেক টেস্টেও তিনি দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।

এরই ফলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। মোস্তাফিজ নিজের অভিষেক ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন।

এতদিন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে বা তার বেশি ফরম্যাটে অভিষেক ম্যাচে ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি ছিল মোস্তাফিজের। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ফোকস।