ম্যাচে হেরে টাইগারদের প্রশংসায় ভাসালেন উইন্ডিজ অধিনায়ক

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে গতকাল আয়ারল্যান্ডে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ৮ উইকেট এবং ৩০ বল হাতে রেখেই পৌঁছে গেছে জয়ের বন্দরে।

ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই ছিলো আধিপত্ত। বোলিংয়ের পর ক্যারিবীয়দের ২৬২ রানের লড়াকু টার্গেটকে মামুলি করে তুলেছেন তামিম ইকবাল (৮০), সৌম্য সরকার (৭৩), সাকিব আল হাসান (৭৩) এবং মুশফিকুর রহীমরা ৩২ রানে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ।

এদিকে টাইগারদের বিপক্ষে হেরেও হতাশ নয় উইন্ডিজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক জেসন হোল্ডার বলেন, এখনো পড়ে আছে বহু সময়। ঘুরে দাঁড়ানোর সব সামর্থ্য আচে তাদের।

বাংলাদেশের এমন জয়ে বাংলাদেশের প্রশংসা করতেও ভুলেন তিনি।

উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘কিছু সুযোগ মিস করেছি। নাহলে আরো ভালো হতে পারতো। আর বাংলাদেশ দারুণ খেলেছে। আমরা মাত্র দু’টো ম্যাচ খেলেছি। এখনো হতাশ হওয়ার কিছু নেই। আমরা ঘুরে দাঁড়াবো।’