যারা জার্সিকে পাকিস্তানি মনে করে, তাদের পাকিস্তানেই থাকা উচিৎ : পাপন

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গতকাল (২৯ এপ্রিল) সোমবার আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্সি নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। অনেকেই তো বাংলাদেশের জার্সিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন। এবার সমালোচকদের কড়া জবাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘বাংলাদেশ যেখানে লেখা আছে, সেখানে পাকিস্তান মনে করবে কীভাবে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশ মনে না করে পাকিস্তান মনে করে তার পাকিস্তানেই থাকা উচিত।’

তিনি আরো বলেন, ‘আইসিসির অনুরোধে আমরাই লাল রঙ সরিয়ে ছিলাম। কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে আর কোন বিতর্ক থাকার মানে নেই। পাকিস্তানের পতাকার সঙ্গে চিন্তা করার কোন অবকাশই নেই।’